একাই তিন পুরস্কার পেলেন মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৩, ১০:৪০ PM
রেকর্ড আর প্রাপ্তির খাতায় নতুন অধ্যায় যুক্ত করেই চলেছেন লিওনেল মেসি। এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক।
মেসিকে আইএফএফএইচএসের ২০২২ সালের সেরা ফুটবলারের পুরস্কার, সেরা প্লে মেকারের পুরস্কার ও বিশ্বের সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার দেওয়া হয়েছে।
আইএফএফএইচএসের পুরস্কার জয়ে মেসি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
মেসি নতুন তিন পুরস্কারের ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘২০২২ সালের পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিকস ফেডারেশনের থেকে তিনটি পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের, আপনাদের ধন্যবাদ।’
গত বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। প্রথমবারের মতো মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নেন মেসি। এরপর গত ফেব্রুয়ারিতে পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।