ক্রিকেট মাঠে ‘নো বল’ বিতর্কে আম্পায়ার খুন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৩, ০১:১৩ PM
ভারতের ওড়িশায় একটি স্থানীয় ক্রিকেট ম্যাচের উত্তেজনা ঘিরে তর্কাতর্কির জেরে খুন হতে হল এক ব্যক্তিকে। কটক জেলার মহিশালন্দে এই ঘটনা ঘটেছে। জানা যায়, খুনে অভিযুক্ত যুবক পলাতক। তাকে খুঁজছে পুলিশ। প্রদেশের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে আম্পায়ার খুন হয়েছেন।
রোববার (২ এপ্রিল) সেই স্থানে একটা স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে মাহিসালান্দা গ্রামের বাসিন্দা লাকি রাউত নামে ২২ বছরের এক যুবক আম্পায়ারের ভূমিকা পালন করছিলেন। ম্যাচ চলাকালীন সময়ে তিনি একটা নো বলের সিদ্ধান্ত দেন। কিন্তু ফিল্ডিংয়ে থাকা দল তার সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহিশালন্দে শঙ্করপুর ও বেরহামপুরের মধ্যে অনূর্ধ্ব-১৮ একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সব ঠিকঠাকই ছিল। ঝামেলা শুরু হয় আম্পায়ারের একটি ‘নো বল’ ডাকা ঘিরে। মাঠে থাকা ক্রিকেটাররা খুশি হতে পারেননি। কিন্তু দর্শকাসনে ঝামেলা বেশি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, লাকি রাউত এবং জগ্গা রাউত নামে দুই সমর্থকের মধ্যে ব্যাপক তর্কাতর্কি হয়। এর পর জগ্গা তার ভাই মুন্না রাউতকে ডেকে আনেন।
আরও পড়ুন: অবসর ভেঙে আবারও পাকিস্তানের জার্সিতে ফিরছেন আমির
পরে মুন্না এসেই ব্যাট দিয়ে লাকিকে বেধড়ক মারতে শুরু করেন। নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যান লাকি। তখন মুন্না তার বুকে ছুরি ঢুকিয়ে দেন। লাকিকে সঙ্গে সঙ্গে স্থানীয় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথেই মারা যান লাকি।
এদিকে খবর ছড়িয়ে পড়া মাত্রই স্থানীয় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘটনাস্থলে ছুটে যেতে হয়। পরে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত স্থানীয়রা তদন্তের দাবি করতে থাকেন। পুলিশকে ঘেরাও করে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি করা হয়।
সূত্র: ওড়িশা টিভি