দুইশ রানও করতে পারল না রোহিত-কোহলিরা

১৮৬ রানে শেষ ভারত
১৮৬ রানে শেষ ভারত  © সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ঠিকই প্রতিরোধ গড়ছিল ভারত। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার এবং এবাদত হোসেনের চার উইকেটের কল্যাণে দুইশ'র নিচে ভারতীয়দের আটকে রাখতে পেরেছে টাইগার শিবির। ৪১.২ ওভারে ১৮৬ রানেই থামল ভারতের ইনিংস।  

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় রোহিত শর্মার দল। শিখর ধাওয়ানকে ফিরিয়ে শুভ সূচনা করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ম্যাচের এগারো তম ওভারে সাকিব আল হাসান ফেরেন চিরচেনা ভূমিকায়। সেই ওভারে রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরে বাংলাদেশ।  

৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের শিবিরে কিছুটা আশার সঞ্চার করেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। তবে দলীয় ৯২ রানে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার আয়ারকে ফেরান এবাদত হোসেন। ব্যক্তিগত ২৪ রানে লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন রাহুল। কিছুক্ষণ তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু আবারও সাকিবের বাধা। ওয়াশিংটনকে ১৯ রানে ফিরিয়ে আবারও রানের লাগাম টানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

এই জুটি ভাঙার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। পরের দুই ওভারে আরও তিন উইকেট ফেলেন সাকিব-এবাদত। ৩৫ তম ওভারে দীপক চাহারকে এলবিডব্লিউ করে ফিরিয়ে নিজের নম্বর পাঁচ উইকেটটা তুলে নেন সাকিব।

লড়াইটা একা করতে হচ্ছিল, কিন্তু রাহুল সেটি চালিয়ে যেতে পারলেন না। ইবাদত শর্ট বলেই পেলেন তৃতীয় উইকেট। তুলে মারতে গিইয়ে টপ-এজড হয়েছিলেন, ডিপ ফাইন লেগে ধরা পড়ে ফিরে গেছেন। ৭০ বলে করেছেন ৭৩ রান। ভারত হারিয়েছে নবম উইকেট।

১০ ওভার, ২ মেডেন, ৩৬ রান, ৫ উইকেট। দুর্দান্ত এক স্পেল শেষ করলেন সাকিব। আজ দুবার জোড়া উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। 

৪১ ওভার ২ বলে ১৮৬ রান তুলতে পারে দলটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে করতে হবে মোটে ১৮৭ রান।


সর্বশেষ সংবাদ