সাকিবের ৫ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে ভারত

সাকিবের ৫ উইকেট
সাকিবের ৫ উইকেট  © সংগৃহীত

ভারতকে চেপে ধরেছেন সাকিব। শাহবাজের পর এবার তাঁর বলে ফিরলেন দীপক চাহার। পেলেন ৫ উইকেট। মুখোমুখি প্রথম দুই বল ডিফেন্ড করেছিলেন চাহার, এরপরেরটিও করতে গিয়েছিলেন। তবে এবার মিস করে গেলেন। আম্পায়ার মাইকেল গফ এলবিডব্লুর সিদ্ধান্ত দিতে খুব একটা সময় নেননি। চাহার অবশ্য রিভিউ করেন এরপর। তবে ব্যাটের আগেই প্যাডে লেগেছিল বল, বল ট্র্যাকিংয়েও দেখিয়েছে তিন লাল। 

সাকিব নিলেন ক্যারিয়ারে চতুর্থ ৫ উইকেট। সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় রোহিত শর্মার দল। শিখর ধাওয়ানকে ফিরিয়ে শুভ সূচনা করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ম্যাচের এগারো তম ওভারে সাকিব আল হাসান ফেরেন চিরচেনা ভূমিকায়। সেই ওভারে রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরে বাংলাদেশ।  

৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের শিবিরে কিছুটা আশার সঞ্চার করেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। তবে দলীয় ৯২ রানে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার আয়ারকে ফেরান এবাদত হোসেন। ব্যক্তিগত ২৪ রানে লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন রাহুল। কিছুক্ষণ তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু আবারও সাকিবের বাধা। ওয়াশিংটনকে ১৯ রানে ফিরিয়ে আবারও রানের লাগাম টানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

এই জুটি ভাঙার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। পরের দুই ওভারে আরও তিন উইকেট ফেলেন সাকিব-এবাদত। ৩৫ তম ওভারে দীপক চাহারকে এলবিডব্লিউ করে ফিরিয়ে নিজের নম্বর পাঁচ উইকেটটা তুলে নেন সাকিব।

বাংলাদেশের হয়ে সর্বশেষ দক্ষিণ সফরে ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। মার্চের সেই ওয়ানডে সিরিজের পর গত ৯ মাসে একবারও ৫০ ওভারের ক্রিকেট খেলতে মাঠে নামেননি সাকিব। তবে তাতে এই ফরম্যাটের ক্রিকেটে সাকিবের দাপট একফোঁটাও কমেনি।

সাকিবের সেই দাপটে এবার পুড়ছে ভারত। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব তাণ্ডবে দিশেহারা ভারতীয় দল। এখন পর্যন্ত ৭ ওভারে টাইগার ক্রিকেটের এই পোস্টার বয় তুলে ফেলেছেন ৫ উইকেট। এছাড়াও ক্যাচও নিয়েছেন তিনি। আর তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৫৮ রান।

মিরপুরে এদিন সাকিব শুরু থেকে বল হাতে ছিলেন ভীষণ সফল। ভারতীয় ইনিংসের ১১তম ওভারের সময় প্রথম বল হাতে নেন সাকিব। আর সেই ওভারেই দুই উইকেট তুলে নিয়ে শুরু সাকিবের।


সর্বশেষ সংবাদ