সাকিবের জোড়া আঘাতে পরপর ফিরলেন রোহিত-কোহলি

সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ  © সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ঠিকই প্রতিরোধ গড়ছিল ভারত। তবে বল হাতে সাকিব আল হাসান আসতেই আবার বিপদে পড়ে ভারতীয়রা।

সাকিব এসেই ফিরিয়েছেন রোহিতকে। মোটামুটি ফুললেংথের বলটা টার্ন করবে ভেবে খেলেছিলেন রোহিত, তবে বল ধরে রেখেছে লাইন। ভারত অধিনায়ক মিস করে হয়েছেন বোল্ড। ৩১ বলে ২৭ রান করে ফিরেছেন রোহিত।

লিটনের দুর্দান্ত ক্যাচ ফিরলেন কোহলিও। সাকিবের উদ্‌যাপনটাই বলে দিচ্ছিল সব। এক্সট্রা কাভারে লিটন দাস নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। সাকিবের ঝুলিয়ে দেওয়া বলে ব্যাট চালিয়েছিলেন কোহলি, ডানদিকে ঝাঁপিয়ে সেটি নিয়েছেন লিটন। ভারত অধিনায়ক ও সাবেক অধিনায়ককে ৩ বলের মধ্যে ফেরালেন সাকিব!

এক প্রান্তে মিরাজকে দিয়ে টানা করিয়ে যাচ্ছেন লিটন। এবার অন্য প্রান্ত থেকে হাসানকে সরিয়ে এনেছেন সাকিবকে। 

 


সর্বশেষ সংবাদ