টি-টোয়েন্টি

ফাইনালে ভারত-পাক মহারণ— কী বলছে পরিসংখ্যান?

সেমিফাইনালের ৪ অধিনায়ক
সেমিফাইনালের ৪ অধিনায়ক  © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পালা শেষ। লড়াইয়ে এবার শেষ চারের। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সেমিফাইনাল। বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সিডনিতে মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড।

ফাইনালে ভারত-পাক মহারণের সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান তাই বলছে। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই সম্ভাবনা আরও জোরাল করছে অতীতের দুই ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপে রেকর্ড। এবারও জোরালো হয়ে উঠেছে সেই সম্ভাবনা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা। চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচটি রেকর্ড ১ কোটি ৮০ লাখেরও বেশি দর্শক দেখেছেন। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে শেষ বলে হেরে যায় পাকিস্তান। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

ভারত-ইংল্যান্ড দ্বৈরথে: ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পরস্পরের মুখোমুখি হয়েছে ২২টি ম্যাচে। তার মধ্যে ভারত জিতেছে ১২টিতে, ইংল্যান্ড ১০টি ম্যাচ জিতেছে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত জুলাই মাসে। ইংল্যান্ড দেশের মাটিতে ভারতের কাছে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। ৭ জুলাই সাউদাম্পটনে ভারত ৫০ রানে এবং ৯ জুলাই বার্মিংহ্যামে ভারত ৪৯ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। নিয়মরক্ষার শেষ ম্যাচে ইংল্যান্ড নটিংহ্যামে ভারতকে হারিয়েছিল ১৭ রানে।

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ২টিতে আর ইংল্যান্ড জিতেছে ১টিতে। ভারতের সর্বোচ্চ স্কোর হল ২১৮ রান এবং ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর হল ২০০ রান। ভারতের সর্বনিম্ন স্কোর ১৫০ এবং ইংল্যান্ডের সর্বনিম্ন করা স্কোর ৮০ রান। জয়ে বিশ্বকাপেও এগিয়ে ভারত।  

এগিয়ে পাকিস্তান: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পারস্পরিক সাক্ষাতে এগিয়ে রয়েছে পাকিস্তান। দুই দলের মধ্যে খেলা হয়েছে ২৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক। তার মধ্যে পাকিস্তান জিতেছে ১৭টিতে, নিউজিল্যান্ড ১১টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্রাইস্টচার্চে পাকিস্তান ও বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। তাতে ৮ অক্টোবর পাকিস্তান কিউয়িদের হারায় ৬ উইকেটে। যদিও ১১ অক্টোবর গতবারের টি ২০ বিশ্বকাপের রানার-আপদের কাছে ৯ উইকেটে হারে বাবর আজমের দল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সর্বশেষ সাক্ষাতের সেই সাফল্য নিশ্চিতভাবেই পাকিস্তানকে সেমিফাইনালে আত্মবিশ্বাসী করে তুলবে।  

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ২টিতে আর পাকিস্তান জিতেছে ৪টিতে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর হল ১৮০ রান এবং পাকিস্তানের সর্বোচ্চ স্কোর হল ১৭৭ রান। পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ১০০ এবং নিউজিল্যান্ডের সর্বনিম্ন করা স্কোর ৯৯ রান। জয়ে বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান।  

ভারত-পাক ফাইনালের অপেক্ষা সকলে অপেক্ষায় রয়েছেন ভারত-পাকিস্তান ফাইনাল দেখার জন্য। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর আর খেতাব জিততে পারেনি। পাকিস্তান ২০১৪ ও ২০১৬ সাল বাদে সবটি-টোয়েন্টি বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছে। ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দিতে পারে তাহলেই ১৩ নভেম্বর আরও একটি ভারত-পাক দ্বৈরথের সাক্ষী থাকতে অধীর আগ্রহে বসে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

সেমিফাইনাল ম্যাচের সূচি

৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি (ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়)

১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড (ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়)

ফাইনাল ম্যাচের সূচি

দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে।


সর্বশেষ সংবাদ