বাংলাদেশি মাধ্যমিকের শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশি মাধ্যমিকের শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশি মাধ্যমিকের শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিএই) প্রোগ্রামে ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের বর্তমান শিক্ষকদের ছয় সপ্তাহের এই ফেলোশিপ প্রদান করবে যুক্তরাষ্ট্র। আবেদনের শেষ সময়  আগামী ৩০ মার্চ পর্যন্ত । 

২০২৫ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বর মাসে এই ফেলোশিপটি অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, শিক্ষা প্রশাসক, পূর্ণকালীন শিক্ষক–প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি পর্যায়ে ইংরেজি ভাষা প্রশিক্ষকেরা (টিউটরেরা) আবেদনের জন্য যোগ্য হবেন না।

দূতাবাসের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ইংরেজি, বিদেশি ভাষা হিসেবে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এবং এর সঙ্গে বিশেষ শিক্ষার শিক্ষকদের ফেলোশিপ প্রদান করা হবে। পেশাদার উন্নয়ন এই ডিগ্রি ফেলোশিপের মেয়াদ ছয় সপ্তাহ বা এক সেমিস্টার। 

ফেলোশিপে অংশগ্রহণকারীরা তাদের পেশাদার বিকাশের জন্য অ্যাকাডেমিক সেমিনারে অংশ নেয়া, হোস্ট বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করার মতো অনন্য সুযোগ পাবেন।

প্রোগ্রামটির কার্যক্রমের মধ্যে রয়েছে অংশগ্রহণকারীদের নিজ দেশের পরিবেশে কোর্সের কাজ, শিক্ষাদানের পদ্ধতি, পাঠ পরিকল্পনা, শিক্ষাদানের কৌশল, সেই সঙ্গে ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং ও শিক্ষাদানের সরঞ্জাম হিসেবে কম্পিউটারের ব্যবহারবিষয়ক নিবিড় প্রশিক্ষণ। ছয় সপ্তাহের এই কার্যক্রমের আওতায় অংশগ্রহণকারীদের আমেরিকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত করতে আরও রয়েছে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে দুই সপ্তাহের শিক্ষানবিশির সুযোগ। 

সুযোগ-সুবিধা
* জে-১ ভিসার জন্য সহায়তা।
* ঢাকায় পরিচিতিমূলক অনুষ্ঠান।  
* যুক্তরাষ্ট্রের ফিরতি ও অভ্যন্তরীণ বিমান ভাড়া। 
* ওয়াশিংটন ডিসিতে স্বাগতজ্ঞাপক ও পরিচিতিমূলক অনুষ্ঠান। 
* শিক্ষা কার্যক্রমের ফি।
* আবাসন সুবিধা ও খাবার প্রদান করবে।
* দুর্ঘটনা ও স্বাস্থ্যবিমা।  
* শিক্ষানবিশি স্কুলে যাতায়াত ও বইপত্র/পেশাগত উন্নয়ন ভাতা।

এগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট টিইএ কার্যক্রমের আওতায় আমন্ত্রক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সমাপনী সেমিনার, দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষককে আতিথেয়তা দান এবং কার্যক্রমপরবর্তী বিভিন্ন অনুদানের জন্য আবেদনের সুযোগ।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ডে, থাকছে ১৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা
১. মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ইংরেজি, বিদেশি ভাষা হিসেবে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ, সাংবাদিকতা ও যোগাযোগ এবং এর সঙ্গে বিশেষ শিক্ষার শিক্ষক।
২. স্নাতক ডিগ্রি  থাকতে হবে।
৩. সংশ্লিষ্ট বিষয়গুলোতে শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্কের জন্য ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে।
৫. মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলসহ মাইক্রোসফট অফিস স্যুইট ব্যবহার জানা থাকতে হবে।
৬. বর্তমানে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হতে হবে।
৭. প্রোগ্রাম নির্দেশিকা অনুযায়ী একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
৮. বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
৯. ইংরেজিতে ভাষায় পারদর্শী হতে হবে। (আইইএলটিএস পরীক্ষার স্কোর ৬.০ থাকতে হবে) । 

আবেদন প্রক্রিয়া
ফেলোশিপের জন্য রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন বাংলাদেশের মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অথবা ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ