স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউএসটি
- শাহাদাত বিপ্লব
- প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১১:২৮ AM , আপডেট: ২৯ মার্চ ২০২২, ১১:২৮ AM
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ এপ্রিল।
পড়ুন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তি দেবে ভারত
‘ইউএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবেদন করতে কোন ফি লাগবে না। এছাড়া মাসিক উপবৃত্তি, দূর্ঘটনা ভাতা, স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা বায়োটেকনোলজি, জীববিজ্ঞান, শিল্প প্রযুক্তি, খাদ্য জৈবপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং (সমস্ত ক্ষেত্র), আইসিটি, ন্যানো সায়েন্স, মেডিকেল ফিজিক্সসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতে পারবেন।
ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরের সুযোগ
সুযোগ-সুবিধাসমূহ:
* স্নাতকোত্তরে প্রতি মাসে ১১০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯৫ হাজার টাকা।
* পিএইচডিতে প্রতি মাসে ১৬০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।
* কোনো আবেদন ফি লাগবে না।
* সম্পূর্ণ টিউশন ফি।
* দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে।
* বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* নেতৃত্বের দক্ষতাকে প্রধান্য দেয়া হবে।
প্রয়োজনীয় নথি:
* গবেষণা প্রস্তাব।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* মাস্টার্স ডিগ্রি থিসিস।
* সুপারিশ চিঠি।
* পাসপোর্ট কপি।
* পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।