হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম  © সংগৃহীত

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ মোট ১৩৫ টি দেশের সামাজিক এবং আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে উঠা শিক্ষার্থীরা আবেদন করতে পাারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।

পড়ুন বিনা খরচে জাপানে ইন্টার্নশিপের সুযোগ

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৬ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী হতে হবে।

এ প্রেগ্রামের মাধ্যমে সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ রয়েছে। এ প্রোগ্রামের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

আরও পড়ুন ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনূস সেন্টার

সুযোগ-সুবিধাসমূহ:

* সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ।
* বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স-এ অংশ নেয়ার সুযোগ।
* হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস।
* উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান।
* দুনিয়াজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
* আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ড।
* বহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী।
* বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
* যারা তাদের পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

 


সর্বশেষ সংবাদ