জার্মানিতে স্টুডেন্ট প্রোগ্রাম, আবেদন শেষ ৮ মার্চ
- শাহাদাত বিপ্লব
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ PM
সাত সপ্তাহের সামার স্টুডেন্টস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ‘ডয়েচেস ইলেক্টনেন সিন্ক্রোটেন (ডিইএসওয়াই)’ নামক একটি গবেষণা কেন্দ্র। বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ মার্চ।
পড়ুন ইস্তাম্বুলে ইয়ুথ সামিটে অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি
‘ডিইএসওয়াই সামার স্টুডেন্ট প্রোগ্রাম-২০২২’ এর আওতায় শিক্ষার্থীদের বিমানে আসা-যাওয়ার খরচ ও মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। মোট ১০০ জনকে এ সুবিধা প্রদান করা হবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। ১৯ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির হামবুর্গে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
যে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। প্রোগ্রামটির জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন নেই।
আরও পড়ুন ছোটগল্প লিখে জিতুন ১ হাজার পাউন্ড
সুযোগ-সুবিধাসমূহ:
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ১২০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
* মোট ১০০ জন এ সুযোগ পাবেন।
যোগ্যতার মানদণ্ড:
* জার্মানি ছাড়া যে কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নন।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* মৌলিক কম্পিউটিং দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* দুইটি রেফারেন্স লেটার।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।