স্কলারশিপ নিয়ে ইন্টার্নশিপ করুন যুক্তরাষ্ট্রে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১, ০৫:২০ PM
স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২০২২ সালের ১৪ জানুয়ারী পর্যন্ত।
‘আরআইপিএস সামার ইন্টার্নশিপ’ বৃত্তির আওতায় শিক্ষাথীরা বিশ্ববিখ্যাত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কলেজভুক্ত বিষয়গুলো নিয়ে নয় সাপ্তাহ ব্যাপী ইন্টার্ন করতে পারবে । ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সুদক্ষ ম্যানটরের মাধ্যমে ইন্টার্নশিপটি পরিচালিত হবে। এটি ২০২২ সালের ২১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ডালিয়ান বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ১৮৮২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের প্রথম সারির সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।
সুযোগ-সুবিধা :
১) উপবৃত্তি হিসেবে ৩,৮০০ ডলার প্রদান করা হবে বাংলাদেশি টাকায় যার পরিমান ৩ লাখের অধিক।২) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসন সুবিধা প্রদান করা হবে।
৩) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যাতায়াত ও ভিসা সরবরাহ করবে।
৪) বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা মূল্যে খাবার সুবিধা পাবেন।
৫) এতে যোগদান করা শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যন্যা কনফারেন্সে বিনা মূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।
৬) কোনো টিউশন ফি লাগবে না।
আবেদন যোগ্যতা:
১) কেবল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য।
২) একাডেমিকে ভালো ফলাফলধারীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
তবে শিক্ষার কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
৩) ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।
৪) আন্ডারগ্রাজুয়েশনের নিচের শিক্ষার্থীরা আবেদন যোগ্য নন।
৫) জীবনবৃত্তান্ত ও রিকোমেন্ডেশন লেটার পাঠাতে হবে।
৬) ১৮ থেকে ২৫ বছর বয়সীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন যুক্তরাষ্ট্রের ফাইফার ইউনিভার্সিটিতে
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে
এখানে ক্লিক করুন।