স্কলারশিপ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

  © সংগৃহীত

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপের আওতায় অনার্স-মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ দেয়া হচ্ছে। ৪ বছর মেয়াদী অনার্স, ২ বছর মেয়াদী মাস্টার্স ও ৩ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামের জন্য আগ্রহী প্রাথীরা আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের আওতায় যেসকল সুবিধা রয়েছে:
১) সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করার সুযোগ।
২) প্রতি মাসে লিভিং এলাউন্সের জন্য ভাতা প্রদান করা হবে।
৩) স্বাস্থ্য ভাতা সুবিধা প্রদান করা হবে।
৪) ফ্রি এয়ার টিকেট এর সুবিধা প্রদান (ইকোনমি ক্লাস)।
৫) থিসিস প্রস্তুতির জন্য আলাদা ভাতার সুবিধাসহ অন্যান্য সুবিধাও রয়েছে।

যেসব ফিল্ড এ আবেদন করা যাবে:
Sustainable Agriculture
Education
Education for Sustainable Development
Climate Change
Energy
Sustainable Cities
Responsible Growth
Waste Management
Population Growth
Green Chemistry
Biodiversity
Plastic pollution and Micro-plastics
Water and Hygiene
Health
ICT for development
Innovation & Infrastructure Development
Islamic Economics, Finance and Banking
Development-related Social Sciences

আবেদন করতে যা যা লাগবে:
১) পাসপোর্ট
২) একাডেমিক পেপারস
৩) সিভি/রিজিউম
৪) রেফারেন্স লেটার ৩টি
৫) রিসার্চ প্রপোজাল (যদি থাকে)
৬) আইএলটিএস/ মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ।
৭) কাজের অভিজ্ঞতার সনদ।
৮) মোটিভেশন লেটার।
৯) মেডিক্যাল সার্টিফিকেট।

ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে অবশ্যই আইএলটিএস এবং জন্ম নিবন্ধন (ইংরেজি) থাকতে হবে। ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার জন্য রেফারেন্স লেটার, ওয়ার্ক এক্সপেরিএন্স দেখাতে হবে না। মাস্টার্সে আবেদনের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল থাকলে ভাল তবে, পিএইচডি প্রোগ্রামে আবেদন ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, এই স্কলারশিপের অধীন যেকোনো প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের মে, ২০২০ মধ্যে আইএসডিবি থেকে কনফার্মেশন ই-মেইল করা হবে।

আবেদনের সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ইং

সেশন: সেপ্টেম্বর, ২০২১ইং

বিস্তারিত: www.isdb.org


সর্বশেষ সংবাদ