স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে

ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কানাডায়
ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কানাডায়  © সংগৃহীত

কানাডার রাজধানী অটোয়া সাধারণ শহরগুলোর চেয়ে অনেকটাই ব্যতিক্রম। বিশাল জনসমাগম, বিশৃঙ্খল ভবনসমূহ কিংবা যানজটের বদলে এটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত একটি শহর।  

শিক্ষার্থীদের জন্য কানাডা এক অনন্য গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষার গুণগত মান, স্কলারশিপের সুযোগ, সাশ্রয়ী টিউশন ফি, আবাসন সুবিধা, আয়ের সুযোগ এবং পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা কানাডাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।  

বিশেষত, কানাডার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অটোয়া বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কলারশিপটির কেতাবি নাম ‘ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ’। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, ২০২৫। 

সুযোগ-সুবিধা—

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ডলার এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বছরে ৯ হাজার ডলার দেবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*উচ্চমাধ্যমিক ও স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে;

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপের তিন দেশে, মাসে দেবে ১ লাখ ৭৬ হাজার

প্রয়োজনীয় নথিপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*পাসপোর্টের অনুলিপি;

*ইংরেজি দক্ষতার সনদ;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর করুন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে, আবেদন আইইএলটিএসে ৬.৫ হলেই

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫।


সর্বশেষ সংবাদ