উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার
বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার  © প্রতীকী ছবি

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। দেশটি বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্য। আন্তর্জাতিকমানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, এবং সংস্কৃতি ও উদ্ভাবনের সমৃদ্ধ পরিবেশ  দেশটিকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

আয়ারল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৫।

আয়ারল্যান্ডের অফিসিয়াল নাম ‘রিপাবলিক অফ আয়ারল্যান্ড।’ দেশটিতে প্রধান ভাষা হিসেবে ব্যবহার হয় আইরিশ এবং ইংরেজিকেই। আয়ারল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো ডাবলিন, যা ঐতিহ্য, সংস্কৃতি, এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। এই দেশে ইউরো (€) মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*বছরে ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা) প্রদান করবে;

*স্কলারশিপ দেবে ১ বছরের জন্য;

*গবেষণা ব্যয়সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

আবেদনের যোগ্যতা—

আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে,

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;

*উচ্চতর যোগাযোগদক্ষতা থাকতে হবে;

*সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে;

*বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা/মানদণ্ড পূরণ করতে হবে;

প্রয়োজনীয় নথি—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*মোটিভেশন লেটার;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ