টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ বৃত্তি নিয়ে

টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ বৃত্তি নিয়ে
টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ বৃত্তি নিয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে ২০২৪। 

অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথ জুড়ে উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে।

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যে কোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে।
* গবেষণা সহায়তা প্রদান।
* বিমান খরচ প্রদান করা হবে।

Cap on children of foreign students would 'hurt economy' without making  significant impact on migration

আবেদনের যোগ্যতাসমূহ
* আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে।
* শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না।
* নির্দিষ্ট বয়সসীমা নেই।
* আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে।

আরও পড়ুন: পিএইচডি করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে থাকছে ২৬ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র 
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* রেফারেন্স লেটার দুইটি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ)।
* আবেদনকারীর সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 


সর্বশেষ সংবাদ