সম্পূর্ণ বিনামূল্যে পড়ুন ইন্দোনেশিয়ার সুরাকার্তা বিশ্ববিদ্যালয়ে

মুহাম্মাদিয়া সুরাকার্তা বিশ্ববিদ্যালয়
মুহাম্মাদিয়া সুরাকার্তা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়ার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মুহাম্মাদিয়া সুরাকার্তা বিশ্ববিদ্যালয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে, ২০২৪।

সুযোগ-সুবিধা
* স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জীবনযাপন ভাতা হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার ইন্দোনেশিয়ান রুপি প্রদান করা হবে। 
* বই কেনা বাবদ প্রতি মাসে ৫০ হাজার ইন্দোনেশিয়ান রুপি প্রদান করবে। 
* স্বাস্থ্যবিমা।
* ভিসা ফি।
* লিমিটেড স্টে পারমিট।
* দেশে ফেরত আসার বিমানের টিকিট প্রদান করবে। 

স্কলারশিপ সময়কাল
* স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ। 
* স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ। 
* ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার। 

অধ্যায়নের বিষয়সমূহ
স্নাতক: কমিউনিকেশন, ইনফরমেটিকস, ডেন্টিস্ট্রি, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিক ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টিং এডুকেশন, পেনক্যাসিলা অ্যান্ড সিভিক এডুকেশন, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এডুকেশন, ইংলিশ এডুকেশন, ম্যাথমেটিক এডুকেশন, বায়োলজি এডুকেশন, প্রাইমারি টিচার এডুকেশন, টিচার ট্রেইনিং ফর আর্লি চাইল্ডহুড এডুকেশন, জিওগ্রাফি এডুকেশন, ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং এডুকেশন, স্পোর্টস এডুকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, নার্সিং, নিউট্রিশন, পাবলিক হেলথ, ফিজিওথেরাপি, ইসলামিক এডুকেশন, শারিয়া ইকোনমিক ল, আল-কোরআন অ্যান্ড তাফসির, আইন, মেডিকেল এডুকেশন, ফার্মেসি, সাইকোলজি।

স্নাতকোত্তর: ইসলামিক এডুকেশন, ইসলামিক ইকোনমিক ল, আইন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এডুকেশন ম্যানেজমেন্ট, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ইংলিশ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সাইকোলজি, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেটিকস।

ডক্টরাল: আইন, ইসলামিক স্টাডিজ, এডুকেশন, সাইকোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি।

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্টের কপি।
* আবেদনকারীর নীল ব্যাকগ্রাউন্ডের ৪×৬ ফরমাল ছবি।
* একাডেমিক সকল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট-এর কপি।
* মোটিভেশনাল লেটার। 
* রিকমেন্ডেশন লেটার। 
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ। 
* ইসলামিক স্টাডিজে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আরবি ভাষা দক্ষতার সার্টিফিকেট।
* কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগকর্তা বা সুপারভাইজারের রিকমেন্ডেশন। (স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনকারীর জন্য )

এছাড়া, স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের মেডিকেল রিপোর্ট ও অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিক্লারেশন লেটারের জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৪।


সর্বশেষ সংবাদ