শাবিতে ইনোভেশন হাবের কোহোর্টে ৬ দল পেল আড়াই লাখ টাকা

শাবিপ্রবিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা
শাবিপ্রবিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনোভেশন হাব কার্যক্রমের কোহোর্ট-১ এর প্রি-সিড ফান্ডিং দেওয়া হয়েছে। এতে ছয়টি দলকে পিচ ডেক প্রতিযোগিতার মাধ্যমে সর্বমোট আড়াই লাখ টাকা দেওয়া হয়। শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কম্পিটিশনে দেওয়া হয়েছে এ ফান্ডিং।

এ প্রতিযোগিতায় প্রথম হয়েছে গণিত বিভাগের মাহবুব আহমেদের নেতৃত্বে স্টার্টাপ টিম ‘প্রীতিলতা। দ্বিতীয় হয়েছে ইইই বিভাগের আদ-দিন মাহবুবের নেতৃত্বে স্টার্টাপ টিম ‘ইজিফার্ম’। আর তৃতীয় হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান হাফিজের নেতৃত্বে টিম ‘ইন্টারভিওমেট’। এছাড়া চতুর্থ, পাঞ্চম ও ষষ্ঠ হয়েছে যথাক্রমে ‘সিকিউরডক’, ‘অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল’ ও ‘অটোমামা’।

অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন ইনোভেশন হাব প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. ফরহাদ রাব্বি। তিনি বলেন, ‘প্রতিটি টিম এতটাই ভাল কাজ করেছে যে আমরা পাঁচটি টিমের জায়গায় ছয়টি টিমকে ফান্ডিং দিচ্ছি। প্রতিটি টিমের প্রাপ্ত স্কোরের ব্যবধান খুবই কম ছিল। তাই এর মধ্যে ছয়টি টিম সিলেক্ট করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে আমি প্রতিটি টিমকে সিড ফান্ডিং ও  ন্যাশনাল লেভেলের জন্য শুভকামনা জানাই।’

ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের ন্যাশনাল কো-অর্ডিনেটর লতিফুল খাবিরের নেতৃত্বে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়।এ সময় তিনি বলেন, ‘এই ইনোভেশন হাবের অধীনে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একটি হলো ‘স্টার্ট আপ মেন্টরিং প্রোগ্রাম’, যা মূলত চার মাসব্যাপী ১৬ সপ্তাহের (১৬০ ঘন্টার)  হ্যান্ডস অন স্টার্টাপ ট্রেনিং। যাতে একটা স্টার্টআপ আইডিয়াকে ইন্ডাস্ট্রি এক্সপার্টের মাধ্যমে বিজনেস মার্কেটে প্রবেশ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং প্রদান করা হয় (শুধুমাত্র ক্যাম্পাসের ছুটির দিনগুলোতে)।

ভালো ইনোভেটিভ আইডিয়া ও স্টার্টাপকে প্রি-সিড ফান্ডিং প্রদান করা হবে (৮ম সপ্তাহ পর)। এছাড়া ট্রেনিং শেষে (১৬ সপ্তাহ পর) সিড ফান্ডিং, সার্টিফিকেট প্রদান এবং ন্যাশনাল লেভেলে কম্পিটিশনের মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টেরদের সামনে পিচ দিয়ে ইনভেস্টমেন্ট অর্জনের সুযোগ দেওয়া হবে।

আরো পড়ুন: পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে নতুন মাইলফলকে নোবিপ্রবি

পিচ ডেক কম্পিটিশনের জুরি বোর্ডের আহ্বায়ক হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির  ড. মো. মনসুর আলম। জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, অথরিটির রিপ্রেজেন্টেটিভ মো. শফিক উদ্দিন ভুঞা, শাবিপ্রবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি, স্টার্টআপ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ মো. দেওয়ান আহমেদ ও ইউআইএইচপি’র ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন হাইটেক পার্ক অথরিটির মো. গোলাম কিবরিয়া।

ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ বলেন, ‘আমাদের প্রথম কো-হোর্ট’র স্টার্টাপ মেন্টর হিসেবে আছেন শপআপ’র আইটি ডিপার্টমেন্টের প্রধান আনিসুর রহমান এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজাদ লেনিন।


সর্বশেষ সংবাদ