স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন বেলজিয়ামে, থাকছে ১১ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৪, ০৪:০০ PM
মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি স্কলারশিপ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকার। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল ২০২৪।
ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ সর্বোচ্চ ১০ হাজার ইউরো শিক্ষা ভাতা দেয়।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি বছর সর্বোচ্চ ১০ হাজার ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ১১ লাখ ৮২ হাজার টাকা) প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
*স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*স্নাতকে সিজিপিএ ৩.৫ থাকতে হবে আউট অফ ৪ এর মধ্যে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ব্রান্ড স্কোর ৭ তুলতে হবে বা টোফেলে কমপক্ষে ৯৪ স্কোর তুলতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রঃ-
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট।
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আরও পড়ুন: বাসস্থান-যাতায়াত সুবিধাসহ ফেলোশিপ নিয়ে পিএইচডি করুন পাকিস্তানে
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। তবে বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন। তাই আবেদনের আগে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা দেখে নিতে হবে।