উপবৃত্তিসহ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন খলিফা বিশ্ববিদ্যালয়ে

বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন খলিফা বিশ্ববিদ্যালয়ে
বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন খলিফা বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ নভেম্বর ২০২৩।

দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানটি ওয়ার্ড র্যাংকিংয়ে ১৮১ তম স্থান অর্জন করে।

‘খলিফা বিশ্ববিদ্যালয়’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পছন্দের যেকোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।
 
সুযোগ-সুবিধাঃ- 
* সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ।
* মাসিক উপবৃত্তি।
* স্বাস্থ্য ভাতা।
* গবেষণা ভাতা।
* আবাসন সুবিধা।
* ভ্রমণ ভাতা।
* খাবার ভাতা। 

আরও পড়ুন: স্বপ্ন যাদের আমেরিকায় উচ্চশিক্ষার

যোগ্যতাঃ- 
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* পূণাঙ্গ জীবন বৃত্তান্ত ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পাসপোর্ট। 
* স্টেটমেন্ট অব পারপাস (SOP)।
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার দুইটি।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ। 

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন https://www.ku.ac.ae/graduate-admissions?fbclid=IwAR0TDBC449csXJHQmIgKwPDcuEAVbjlpFIPLeOl0jl7RpWU8_4x_8F1Oi9w


সর্বশেষ সংবাদ