সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়ায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © লোগো ও ছবি

বিশ্ববিদ্যালয়সমূহে প্রহসনমূলক সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (২০ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত জনগোষ্ঠীকে পেনশনের আওতায় আনার লক্ষ্যে প্রণীত সর্বজনীন পেনশন স্কিম আইন ২০২৩ আগামী ১ জুলাই থেকে চালু করার ঘোষণা দিয়েছে বর্তমান ‘ডামি’ সরকার। নামে সর্বজনীন হলেও প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা, বিচার বিভাগসহ রাজস্ব খাতের অন্যান্য কর্মচারীদের সুকৌশলে এই স্কিমের বাইরে রেখে শুধু বিশ্ববিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

'ফলে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বেশ ক’টি বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষকগণ ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক দুর্নীতিগ্রস্ত অবৈধ সরকারের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার ব্যর্থ প্রয়াসের অংশ হিসাবে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সামনে এনে জনগণকে বোকা বানিয়ে সরকার লুটপাটের নতুন খাত উন্মোচন করতে চায়। এই নিয়মে বিশ্ববিদ্যালয়সমূহে নতুন নিয়োগপ্রাপ্তরা নতুন স্কিমে যুক্ত হলে তা নতুন পুরাতনদের মাঝে বৈষম্য সৃষ্টি করবে।

'এছাড়াও স্বাভাবিক পদোন্নতির পরিবর্তে যাঁরা বিজ্ঞাপিত উচ্চতর পদে যোগদান করবেন তাঁদের ক্ষেত্রে পেনশন নীতিমালায় জটিলতা সৃষ্টির আশঙ্কা আছে। বর্তমানে মেধাসম্পন্ন ব্যক্তিগণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় আসতে নিরুৎসাহিত হওয়ার অন্যতম কারণ হলো চাকরিতে সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য।'

'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মেধার সঠিক মূল্যায়ন না হওয়ায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি মেধাশূন্য হয়ে পড়ছে ও দক্ষ নাগরিক গড়ে তোলার কাজ ব্যাহত হচ্ছে। জাতির জন্য এটা একটি অশনি সংকেত বটে।'

 

সর্বশেষ সংবাদ