ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৬ PM
চার দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ ও শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এ ছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
জানা গেছে, এ সফরের সময় তারা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা, পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সহায়তার বিষয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন: আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ব্রেক ফেল
এ সফরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম বিষয়ে যে পরিমাণ সোচ্চার ছিল, ট্রাম্প সরকার গঠনের পর এ বিষয়ে অতটা নজর থাকবে না। তবে মার্কিন অর্থায়নে পরিচালিত শ্রমিক সংগঠনে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে দেখাতে পারবে, সরকারের শেষ দিন পর্যন্ত দলটি শ্রমিকদের পক্ষে কাজ করে গেছে।