পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারী একটি গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে: সামিনা লুৎফা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ PM
পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারী একটি গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিমত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।
শুক্রবার (২২ নভেম্বর) সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সেন্টার ফর ক্রিটিক্যাল ডিসকোর্স কর্তৃক আয়োজিত ‘বাস্তব অভিজ্ঞতা ও তত্ত্বের সংলাপ: বাংলাদেশের নারীবাদী আন্দোলনের বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি' শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন তিনি।
সামিনা লুৎফা বলেন, ‘কার্ল মার্ক্সের পুঁজিবাদী সমাজব্যবস্থায় নারীকে যে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি হলো নতুন শ্রমশক্তি জন্ম দেওয়ার গুটি। নারীরা শ্রমশক্তি উৎপাদনের একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তার জন্য তাকে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ‘যখন আমরা শিল্পায়নের যুগে প্রবেশ করেছি, তখন কাজের জায়গা এবং গৃহস্থালি ভাগ হয়ে গিয়েছে। যার ফলে নারীর জন্য গৃহস্থালি এবং পুরুষের জন্য কাজের জায়গা নির্ধারিত হয়েছে। কিন্তু ঘরে যে শুধু নতুন শ্রমশক্তি উৎপাদন হচ্ছে তাই নয়, সেখানে যাবতীয় কাজই নারীকে করতে হচ্ছে। যার জন্য নারীরা কোনো মূল্য পায় না। যার ফলে নারীরা বিনামূল্যে শ্রম দিতে দিতে তাদের জীবন পার করে এবং মার্ক্সবাদী নারীবাদে এই যে নারীরা বিনামূল্যে শ্রম দেয় তার জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয় পুঁজিবাদকে।
এছাড়াও আলোচনা সভায় নারীবাদ সম্পর্কে নিজেদের বাস্তব অভিজ্ঞতা গল্পাকারে তুলে ধরেন অনেকেই। নারীবাদের পক্ষে বিপক্ষেও নানা আলোচনা হয় এই সেমিনারে।