ঢাবিতে বিএনসিসি নৌ শাখার র‍্যাঙ্ক প্রমোশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর নৌ শাখার র‍্যাঙ্ক প্রমোশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্তরে মোট ৬১ জন ক্যাডেটকে র‍্যাঙ্ক ব্যাজ অর্জন করেন। এছাড়াও, মেয়াদ পূর্ণ করে সফলতার সঙ্গে দায়িত্ব সমাপ্ত করা এক্স ক্যাডেট আন্ডার অফিসার এবং ১৫ জন বিদায়ী ক্যাডেট সার্জেন্টদের সংবর্ধনা জানানো হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনের চমনারা পারভীন স্মৃতি মিলনায়তনে বিএনসিসি নৌ শাখার ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের আয়োজনে এমন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল, ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল, এবং ক্যাডেট কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঞাঁ, পিইউও, ৫১ বিএনসিসি ফ্লোটিলা, ঢাকা। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও যোগ্য জনশক্তির প্রয়োজন। বিএনসিসি ক্যাডেটদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলীতে নিজেকে অনন্য করে তুলতে হবে। প্রত্যেক ক্যাডেটকে নিজ নিজ কর্মক্ষেত্রে আলোকিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

বিদায়ী বক্তব্যে এক্স ক্যাডেট আন্ডার অফিসার স্বপন মিয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনসিসি শৃঙ্খলা ও জ্ঞানের সমন্বয়ে একজন ক্যাডেটকে সুনাগরিক হয়ে গড়ে তুলতে সহায়তা করে। প্রত্যেক ক্যাডেটের জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত। পাশাপাশি ব্যক্তিজীবনে শৃঙ্খলার চর্চার মাধ্যমে সক্রিয়, যোগ্য ও আদর্শ নাগরিক হয়ে ওঠার চেষ্টা করতে হবে।’

সাবেক ক্যাডেট সার্জেন্ট হুমায়রা আলম দিনা বলেন, বিশ্ববিদ্যালয় একটা আদর্শ স্থান নিজেকে ভবিষ্যৎ জীবনের জন্য গড়ে তোলা। টার্গেট হোক চাকুরী, ব্যবসা বা বিদেশে উচ্চশিক্ষা; সকল ক্ষেত্রেই দরকার  কনফিডেন্ট অ্যাটিটিউড। বিএনসিসি নিজেকে গড়ে তোলার জন্য আমাকে এই সুযোগটি করে দিয়েছে। এর জন্য সবসময় বিএনসিসি নৌ শাখার কাছে কৃতজ্ঞ থাকবো।

সাবেক ক্যাডেট সার্জেন্ট মো. মামুন সরকার বলেন, বিএনসিসির এক অন্যতম অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখা। তাঁরা একদিকে ক্যাডেটদেরকে যেমন প্যারা মিলিটারি ফোর্স হিসেবে গড়ে তোলে, তেমনি তাঁদের মধ্যে সাংগঠনিক ব্যাক্তিত্বেরও বিকাশ ঘটায়। যা একজন ক্যাডেট হিসেবে সত্যিই গর্বের। নতুন দায়িত্ব প্রাপ্তরা বিগতদের কার্যক্রমকে ছাড়িয়ে যাবে এবং সাবেকরা আজীবন তাঁদের দিক নির্দেশনা দিবে। আজকের এই বিদায় সংবর্ধনা ও র‍্যাংক প্রোমোশন ২০২৪ অনুষ্ঠানে আমরা সেই প্রত্যাশাই করি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্যাডেট আন্ডার অফিসার সৈয়দ আবদুল্লাহ আল ইমরান এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ক্যাডেট আন্ডার অফসার তাবাসসুম ফেরদৌস প্রজ্ঞা।

উল্লেখ্য, বিএনসিসি  নৌ শাখা বিশ্ববিদ্যালয়ের একটিভ সংগঠনগুলোর মধ্যে অন্যতম।এটির সাথে যুক্ত হয়ে একজন ছাত্র সব ধরনের গুণের সমন্বয়ে যোগ্য ক্যাডেট হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়।দেশের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেবার মানসিকতার মিশেল ঘটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence