ফাজিলের তিন বর্ষের ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

রবিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ করা হলো।

আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডির মেয়াদ বৃদ্ধি

প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। প্রকাশিত ফল দুপুর ২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৬ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত।


সর্বশেষ সংবাদ