চবির ‘ডি-১’ উপ-ইউনিটের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ডি-১’ উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক ফলাফল (সাধারণ এবং কোটার আসনে) প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডি-১ উপ ইউনিটের কোঅর্ডিনেটর এবং আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকে পাওয়া যাচ্ছে। এছাড়া কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটেও এই উপ-ইউনিটের ফলাফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির উদ্দেশ্যে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডি-১’ উপ-ইউনিটের ১ম বর্ষ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ সম্পন্ন হয়েছে। ফলাফলের সফট কপি (ই-মেইলে) ও হার্ড কপি এতদসঙ্গে আপনার নিকট প্রেরণ করা হলো।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ভর্তি কমিটিকে সিদ্ধান্ত অনুযায়ী মেধাস্কোরের ভিত্তিতে প্রস্তুতকৃত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকা ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ