যে কারণে বেড়েছে পাসের হার

এসএসসির ফল
এসএসসির ফল   © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ ফাইভ দুইটাই বেড়েছে। পাসের হারে রেকর্ড গড়েছে এবারের ফল। গতবছরের তুলনায় এ বছর পাসের হার ১০ দশমিক ৭১ শতাংশ। আর জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৪৪২ জন।

এবছর মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। ছাত্রী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ছাত্র ৯২ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রী ৯৪ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন- এসএসসিতে পাসের রেকর্ড

করোনা মহামারির পর এটিই ছিলো প্রথম পাবলিক পরীক্ষায়। পরীক্ষায় পাসের হার বাড়ার ক্ষেত্রে  কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

তিনি বলেন, এ বছর আমরা তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নিয়েছি। শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল। এসবের কারণে পরীক্ষার ফল বাড়তে পারে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের এমন ফলে আমরা খুশি। করোনার সময়ে স্কুল-কলেজ বন্ধ ছিলো। শিক্ষার্থীরা সেভাবে পড়ালেখা করতে পারে নি। যদিও আমাদের অনলাইন কার্যক্রম চালু ছিলো। সেটির সহায়তা নিয়েছিলো শিক্ষার্থীরা। সর্বোপরি ছেলেমেয়েরা ভালো ফল করায় খুব আনন্দ পাচ্ছি। 

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

এদিকে ভালো ফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে  ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল আহমেদ বলেন, এবার শিক্ষার্থীদের শুধু তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। সিলেবাস ছিলো সংক্ষিপ্ত। এছাড়া প্রতিবছর দেখা যায়, শিক্ষার্থীদের অনেকেই ইংরেজি বিষয়ে খারাপ ফল করে। যার কারণে সামগ্রিক ফলে এর প্রভাব পড়ে। কিন্তু এ বছর ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিলো না। সেজন্য পাসের হার বাড়তে পারে।


সর্বশেষ সংবাদ