মোট জিপিএ ১ লাখ ৮৩ হাজার, এগিয়ে মেয়েরা

এসএসসির ফল
এসএসসির ফল   © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

আরও পড়ুন- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এবছর  মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। মেয়েরা পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন।

ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৭৯১ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৬২৬ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ২১৯ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৩৪ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৫১ জন ও মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন।

এদিকে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা অলাইনে ফল দেখতে পাচ্ছেন। এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে মেসেজের মাধ্যমে দেখতে পারবেন। 

তথ্যমতে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।


সর্বশেষ সংবাদ