বিদেশের কেন্দ্রে পাস ৯৭.৩২ শতাংশ

  © ফাইল ছবি

বিদেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়া ২২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৮ জন। অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ জন। বিদেশের কেন্দ্রে পাস ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এর আগে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিদেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ২৬৪ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। 

এ বছর জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন। 


সর্বশেষ সংবাদ