সাত কলেজের সাবজেক্ট চয়েসের ২য় মনোনয়ন তালিকা ৮ অক্টোবর

সাত কলেজ
সাত কলেজ   © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের ২য়  মনোনয়ন তালিকা আগামী ৮ অক্টোবর প্রকাশ করা হবে। 

৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের ১ম মনোনয়ন তালিকা গত ২৮ সেপ্টেম্বর  প্রকাশ করা হয়েছিলো। এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধা তালিকা সামনের অক্টোবর মাসের ৫ তারিখ (বুধবার) ও ১৫ তারিখ (শনিবার) প্রকাশ করার কথা ছিলো। তবে গত ০৪ অক্টোবর ২০২২ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ আজ ০৬ অক্টোবর ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মনোনীত শিক্ষার্থী যারা সাত কলেজে মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহী তাদের এই সময়ের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে তার আসন সংরক্ষিত করতে পারবে।

০৬ অক্টোবর ২০২২ এর পর যারা টাকা জমা দেয়নি বলে পাওয়া যাবে তাদের আসন শুন্য ঘোষনা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, যারা ভর্তি নিশ্চায়ন করবেন না তাদের আসন শূণ্য ধরে  আগামী ০৮ অক্টোবর ২০২২ তারিখে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। উক্ত তারিখের পর ১ম মনোনয়নের প্রথম কিস্তির টাকা জমা নেয়ার কোন সুযোগ নেই বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, এরআগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।


সর্বশেষ সংবাদ