নজরুল বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মো. সামছুল আরেফিন খান এবং বিশেষ অতিথি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন আলভী রিসাত মালিক এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পপুলেশন সায়েন্স বিভাগের জান্নাতুন নাঈম মাহমুদাকে ১০ হাজার আর দ্বিতীয় স্থান অধিকারী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আমিনুল ইসলামকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী আইন ও বিচার বিভাগের আইরিন আশাকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।