গবেষণায় ১০ লাখ টাকা অনুদান পেলেন ববির দুই শিক্ষক
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১১:২৩ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১১:২৩ PM
‘‘মুজিববর্ষে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা’’ শীর্ষক গবেষণায় ১০ লাখ টাকা অনুদান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষক। তাঁরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান এবং একই বিভাগের চেয়ারম্যান ড. মো. তারেক মাহমুদ আবির।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ গবেষণার জন্য ১০ লাখ টাকা অনুমোদন লাভ করেছেন তারা। এছাড়াও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সম্মানি বাবদ দুই বছরের প্রকল্পের জন্য যথাক্রমে ১ লাখ ও ষাট হাজার টাকা বরাদ্দ পাবেন।
প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মো. সাদেকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনার বিষয়ে গবেষণা পরিচালিত হবে। উপকূলীয় এলাকায় দূর্যোগ ঝুঁকি হ্রাস করণে বঙ্গবন্ধু কর্তৃক উদ্ভাবিত মুজিব বাঁধ, মুজিব কেল্লা, স্কুল কাম সাইক্লোন শেল্টার, কমিউনিটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাংলাদেশের দূর্যোগ প্রশমনের জন্য মাইলফলক হয়ে থাকবে যা নিয়ে গবেষণা করার জন্য ব্যানবেইসের আর্থিক অনুমোদন লাভ করেছে।
আরও পড়ুন: ঢাবির অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিত
তিনি বলেন, এ ব্যাপারে গবেষণা করার সুযোগ ও আর্থিক অনুমোদন লাভ করায় গবষকগন উচ্ছ্বাসিত। ভবিষ্যতে বঙ্গবন্ধুর এ প্রায়োগিক জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বিশ্ব দরবারে সমাদৃত ও আলোড়ন সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গবেষণার বিকল্প নেই। গবেষকগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। বরিশাল বিশ্ববিদ্যালয় এভাবেই উত্তরোত্তর এগিয়ে যাবে।