২৩ হাজার ২৬২ আসনে সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা
- ইলিয়াস শান্ত
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সবকটি কলেজ মিলে সর্বমোট ২৩ হাজার ২৬২টি আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অধিভুক্ত কলেজগুলোর নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ হাজার ১৬০টি আসনের কথা বলা হলেও মূলত ২৩ হাজার ২৬২ আসনেই ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে। আসনের বিষয়ে প্রকাশিত প্রথম সংখ্যাটি (২৬১৬০) তথ্যগত ভুল ছিল।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত কয়েক বছর বিশ্ববিদ্যালয়ের ডিনদের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও এবারে আমরা প্রথমবারের মত এ দায়িত্ব নিয়েছি। অধিভুক্ত হওয়ার পর থেকে বিগত কয়েক বছরেও সাত কলেজে ২৬ হাজার ১৬০টি আসন ছিল না। ২৩ হাজার ২৬২ আসনেই সাত কলেজের শিক্ষা কার্যক্রম চলছে।
আরও পড়ুন: সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
প্রত্যেকটি কলেজের সঙ্গে যোগাযোগ করে পুনরায় আসনের বিষয়টি সমন্বয় করা হয়েছে। অধ্যাপক মোস্তাফিজ বলেন, ২৬ হাজার ১৬০টি আসনের যে তথ্যটি প্রচার হয়ে আসছিল সেটি তথ্যগত ভুল ছিল। অধিভুক্ত হওয়ার পর শুরুর দিকে কলেজগুলো থেকে আসনের তথ্য জানতে চাইলে বেশকিছু বিভাগ থেকে একাধিকবার তথ্য দেয়া হয়েছে। সে কারণে আসনের সংখ্যাটি বেড়ে যায়।
এদিকে, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সাত কলেজের ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। চূড়ান্ত তালিকায় মনোনীত শিক্ষার্থীরা গতকাল বুধবার থেকে ভর্তির অবশিষ্ট টাকা ২য় কিস্তির মাধ্যমে পরিশোধ করছে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় হবে।
এছাড়া চূড়ান্ত মনোনয়নের পরেও যদি কোনো আসন খালি হয়ে যায় সেক্ষেত্রে ওইসব আসনের বিষয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে ক্লাস শুরুর করতে এখনো কিছু সময় বাকি রয়েছে। আমরা সে পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখছি।
আরও পড়ুন: সাত কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি
বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত মনোনয়নের সকল শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তির ভর্তি ও নিবন্ধনের পে-স্লিপ তৈরি হয়েছে। ভর্তিচ্ছুদের আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে টাকা জমা দিয়ে টাকা জমার রসিদ সংগ্রহ করতে হবে। এরপর ২০-২৩ ফেব্রুয়ারি স্ব স্ব কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। পাঠদান শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাত কলেজের সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।