জবি রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০৯ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০৯ PM
‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।
বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথি বৃন্দ শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।
আরও পড়ুন: গিনেস বুকে ঠাঁই পেল সবচেয়ে খর্বাকৃতির গরু চারু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর মো. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মু. ওমর আলী।
আরও উপস্থিত ছিলেন, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক সাজেদা আক্তার সাথী, সদস্য হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন, নাহিদ হাসান রাসেল, এস. এম. শাহাদাত হোসেন অনু, সদস্য সচিব জুথী আক্তার সহ অন্যান্য রোভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ডেল্টার চেয়ে ওমিক্রন কম মারাত্মক: গবেষণা
জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।
উল্লেখ্য, রোভার স্কাউটসদের একটি দল আগামী ২৮ জানুয়ারি শীতবস্ত্র নিয়ে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণ করবে।