ডিএনসিসি হাসপাতালে সাত কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৬:২৭ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ০৬:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সাত কলেজের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সিটি করপোরেশনের হাসপাতালটি থেকে টিকা নিতে পারছেন।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা জেলার সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক ডা. ঝুমানা আশরাফী সুইটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালটিতে সশরীরে গিয়ে টিকা নিতে পারছেন। গত ২৪ অক্টোবর (শনিবার) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পড়ুন: স্কুলশিক্ষার্থীদের ১ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু
এর আগে, অধিভুক্ত এসব কলেজগুলোর শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে প্রশাসন। ঢাকা কলেজের ২৯ জুলাই, ইডেন মহিলা কলেজের ১৮ জুলাই, তিতুমীর কলেজের ২৩ জুলাই, সোহরাওয়ার্দী কলেজের ৩১ জুলাই, সরকারি বাঙলা কলেজের ১৯ জুলাই পর্যন্ত টিকা রেজিস্ট্রেশনের সময় পেয়েছেন।
ডা. ঝুমানা আশরাফী বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সঙ্গে নটর ডেম বিশ্ববিদ্যালয়, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরাও টিকা পাবে। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঢাকা জেলার সিভিল সার্জন অফিসের অধীনে টিকা কার্যক্রমে যুক্ত হচ্ছে। নটর তাদের নিজস্ব ক্যাম্পাসে আগামী ৩১ অক্টোবর থেকে টিকা কার্যক্রম শুরু করবে।