হলে উঠতে অন্তত এক ডোজ টিকা নিতে হবে খুবি শিক্ষার্থীদের
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৭ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:০১ PM
আবাসিক হলে উঠতে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টিকাদানের অগ্রগতি, হল খোলার প্রস্তুতি ও পরবর্তী টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সাথে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মোতাবেক, শতভাগ শিক্ষার্থী নূন্যতম এক ডোজ টিকা নিলে আবাসিক হলে উঠতে পারবেন। তবে হল ও বিশ্ববিদ্যালয় খোলা বিষয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এ বিষয়ে নিয়মানুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা টিকা নিয়েছে তাদের টিকা কার্ডের ফটোকপি ও আনুসাঙ্গিক কাগজপত্র হল এবং ডিসিপ্লিনে জমা দিতে হবে।