ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান  

ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান
ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান  © টিডিসি ফটো

ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েটে) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডুয়েটের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেন তারা।

জানা যায়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েটে) ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীরা ২য় দিনের মতো অবস্থান করছেন। এর আগে গত ৩১ ডিসেম্বর ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ডুয়েটে মানববন্ধন করেন তারা। কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় অবস্থান করছেন বলে জানান শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসন এখন পর্যন্ত কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তাই আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম। এছাড়াও ডুয়েটের আশপাশে অনেক জমি রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসব জমি অধিগ্রহণ করে ক্যাম্পাসের জায়গার সংকট দূর করতে পারে। 

ডুয়েটের উপাচার্য ড. জয়নাল আবেদীন বলেন, ডুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবির সাথে একমত। যৌক্তিক দাবি আদায়ে যা যা করা দরকার, সবই করবে ডুয়েট প্রশাসন। আগামী রবিবার এ সংক্রান্ত একটি চিঠি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরে যাওয়া হবে। 


সর্বশেষ সংবাদ