খুবি শিক্ষার্থীদের পরিবহন ফি মওকুফ
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৯ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের জন্য করোনাকালীন সময়ে পরিবহনের মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২১৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভা সূত্র জানায়, অর্থ কমিটির ৭৬তম সভার এ সংক্রান্ত সুপারিশে পরিবহন ভাড়া মওকুফ করার সিন্ডিকেট সভার অনুমোদন করা হয়।
এর আগে, গত ০৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীদের জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়। এছাড়া এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদূর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে।