মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার নজির ইতিহাসে আছে?

  © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন, মন্ত্রীর বিরুদ্ধে সাহস করে সংবাদ সম্মেলন করার নজির হাতিহাসে আছে? আমি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি৷ 

শুক্রবার (৪ মার্চ) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‍তিনি এ মন্তব্য করেন।

বেরোবি উপাচার্য আরও বলেন, শিক্ষামন্ত্রী উপাচার্যদের বরারবই উপেক্ষা করেন৷ তিনি আস্কারা দিয়েই (আমার বিরুদ্ধে) এসব কাজ করাচ্ছেন৷

তার বিরুদ্ধে এসবকিছুর পেছনে শিক্ষামন্ত্রী ইন্ধন আছেন বলে দাবি করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী এসবের পিছনে আছেন৷ তিনি একটি মহলকে নাচাচ্ছেন৷

সেক্ষেত্রে মানহানির মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমিও সরকারের উপাচার্য, তিনিও সরকারের শিক্ষামন্ত্রী৷ তার বিরুদ্ধে মানহানির মামলা করলে ভালো দেখাবে না৷ আমি আমার ডিগনিটি রক্ষা করে সংবাদ সম্মেলন করে দেশের মানুষকে সবকিছু জানিয়েছি৷

ড. কলিমুল্লাহর বিরুদ্ধে আনিত ৪৫টি অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যে ৪৫টি অভিযোগের কথা বলা হচ্ছে তা আমার বিরুদ্ধে এক গ্রুপ শিক্ষকের কাজ৷ এর কোনো ভিত্তি নেই।

সম্প্রতি বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে নির্মাণ কাজে দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানায় ইউজিসি। এরপরই তিনি সংবাদ সম্মেলন করে এসবের জন্য শিক্ষামন্ত্রীকে দায়ী করেন।

তবে উপাচার্য কলিমউল্লাহর এই অভিযোগ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, উপাচার্য সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা করেছেন।


সর্বশেষ সংবাদ