বাঁধন কুভিক ইউনিটের নতুন নেতৃত্বে যারা

জোবাইদা ইয়াসমিন মুমু ও মারুফ মজুমদার ইমন
জোবাইদা ইয়াসমিন মুমু ও মারুফ মজুমদার ইমন  © টিডিসি ফটো

বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কুভিক) ইউনিটের নতুন নেতৃত্বে সমাজবিজ্ঞান ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী জোবাইদা ইয়াসমিন মুমুকে সভাপতি ও ইসলামের ইতিহাস ২০১৬-১৭ বর্ষের মারুফ মজুমদার ইমনকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। এছাড়াও সমাজবিজ্ঞান ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সোহেলকে কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোনীত করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দিয়েছে বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- খায়রুল আলম সবুজ ও মো: কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক-খাদিজা আক্তার (সাথী), সাংগঠনিক সম্পাদক-আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো: সফিউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রাসেল হোসাইন, তথ্য ও শিক্ষা সম্পাদক ফাতেমা আকতার, এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন শরীফ মাহমুদ শান্ত, কামরুল হাছান নোমান, মান্জুর আহমেদ সিদ্দিক, ফাতেমা জোহরা, আদিবা আকতার।

উল্লেখ্য, ২০০৬ সালে বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত ইউনিটটি পঁচিশ হাজারের অধিক মানুষের রক্তের যোগান দিয়েছে।


সর্বশেষ সংবাদ