বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে জবিতে র্যালি ও আলোচনা সভা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৪:১৪ PM , আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৪:৩৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বিশ্ব সমাজকর্ম দিবস’ উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং ইমপর্টেনস অব হিউমেন রিলেশনশিপ’।
মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম চত্বরের সামনে থেকে যাত্রা শুরু করে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানসহ সমাজকর্ম বিভাগের শিক্ষকগণ। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালি শেষে সমাজকর্ম বিভাগের সেমিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। মানুষ-সমাজ ও প্রকৃতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সর্বোপরি সমাজ থেকে ‘কালচারাল ল্যাগ’ দূরীকরণের মাধ্যমে একটি বৈষম্যহীন এক্সক্লুসিভ সোসাইটি গঠিত হতে পারে। সবশেষে তিনি জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে সমাজকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক জনাব মিফতাহুল বারী প্রমুখ।