নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন

  © সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসীদের বন্দুক হামলায় অর্ধশত নামাজরত মুসলিম হত্যার প্রতিবাদে সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মু আল-আমীন আল আরাফের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মাদ তানভীর রহমান আয়্যুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ সরোয়ার হোসেন |প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতা যেখানে লাঞ্ছিত ও পদদলিত সেখানেই ইশা ছাত্র আন্দোলন তার প্রতিবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন।

তিনি বলেন, সারা বিশ্বে আজ মুসলিম মানবতা অবহেলিত, ফিলিস্তিন, কাশ্মীর,আফগানিস্তান, ইরাক কোথাও মুসলিমরা শান্তিতে বসবাস করতে পারছে না। তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের মুসলিম গণহত্যা নিঃসন্দেহে একটি পূর্ব পরিকল্পিত ঘটনা এবং এটি ক্রুসেড ও ইসলাম ফোবিয়া কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।

প্রধান অতিথি তার বক্তব্যে খুব দ্রুত জাতিসংঘের তত্ত্বাবধানে হামলার যথার্থ তদন্ত করে খ্রিস্টান সন্ত্রাসীদের শাস্তির দাবি করেন তারই পাশাপাশি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার যেন তার অবস্থান থেকে নিউজিল্যান্ডের এই অমানবিক কর্মকাণ্ডে যথাযথ উদ্যোগ গ্রহণ করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বশীল নেতারা।


সর্বশেষ সংবাদ