মানবিক আবেদন: জবি ছাত্রী ইমু বাঁচতে চায়
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০২:৪৯ PM , আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৪:০৬ PM
GBS ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী শাহানা আক্তার ইমু। GBS ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে ইমুর। বর্তমানে ঢাকা মেডিকেল এর আই সি এউ তে ভর্তি আছে।
স্বাভাবিকভাবেই জীবনযাপন করতেছিল ইমু, হঠাৎ করেই সোমবার (৪ মার্চ) রাতে জ্ঞান হারিয়ে যায় এবং সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়। এমতাঅবস্থায় তাকে আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। ডাঃ পরীক্ষা করে জানায় তার শরীরে এইঝ নামক ভাইরাসে আক্রান্ত হয়ে হাত পা প্যারালাইজড করে দিয়েছে।
এক সপ্তাহের মধ্যে সেটি শরীরের ভিতরে প্রবেশ করে স্বাস-প্রশ্বাস বন্ধ করে দিতে পারে। তাহলে তার মৃত্যু অনিবার্য। সেজন্য তার শরীরের ভাইরাস সংক্রামণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক ইনজেকশন দেয়া জরুরী প্রয়োজন। এই মূহুর্তে তাৎক্ষনিকভাবে ইনজেকশন দেয়ার জন্য প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার প্রয়োজন। তাৎক্ষনিকভাবে ইনজেকশনটির ব্যবস্থা করা না গেলে তাকে বাঁচানো সম্ভব নয়। তার পরিবারের পক্ষে এতগুলো টাকা যোগাড় করা সম্ভব নয়। এমনকি হাতে সময়ও খুব কম।
আমরা সকলেই চাই ইমু আবার আমাদের মাঝে ফিরে আসুক। সেজন্য সকলের কাছে আর্থিক সাহায্যের জন্য আমরা সবাই আকুল আবেদন জানাচ্ছি।
সাহায্য পাঠানোর জন্য--
০১৭৮১৯৫৪৫৩৭ (Bkash)
০১৬৮৬৫৬৪২৮২৬ (Rocket)।