দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরে পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ AM

১৬ দিনের টানা ছুটির অবসান ঘটিয়ে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে আবারও সচল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, গত ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ছিল। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিশ্রামে যায় বিশ্ববিদ্যালয় পরিবার।
ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ এবং প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ ছিল। তবে জরুরি পরিষেবা অব্যাহত ছিল বলে জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র।
ছুটি শেষে শিক্ষার্থীদের কোলাহলে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ বিরতির পর প্রিয় ক্যাম্পাসে ফেরার আনন্দে শিক্ষার্থী ও শিক্ষকরা উচ্ছ্বসিত।