নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর, ৩০ বাস আটক
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ১১:০৭ PM

হাফ ভাড়া দেওয়ায় বাসের হেল্পার কবি নজরুল কলেজের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়াসহ আরেক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাহদুর শাহ পার্কের সামনে কবি নজরুল কলেজ ছাত্রদল ভিক্টর ক্লাসিক পরিবহনের প্রায় ২৫ টির অধিক বাস আটক করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাইয়াজ তাজওয়ার হাসিবকে ভিক্টর ক্লাসিক বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তার সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী ওবায়দুর রহমানকে চলন্ত বাসে আটক করে বেধরক মারধর করে এবং কিডনাপ করার হুমকি দেন ।
ফাইয়াজ তাজওয়ার হাসিব ও ওবায়দুর রহমান কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ফাইয়াজ ও ওবাইয়দুর রহমান কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
ফাইয়াজ ও ওবায়দুর রহমান সদরঘাট থেকে বিমানবন্দর উদ্দেশ্যে বের হয়েছিলেন। বাড্ডা (নতুন বাজার) যাওয়ার পর হাফ পাশ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে ফাইয়াজকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাসের হেলপার। এসময় ওবায়দুর রহমান প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলেন অভিযোগ করেন ওবায়দুর রহমান।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাইয়াজ বলেন, আমি সদরঘাট থেকে বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করি। বাড্ডা যাওয়ার পর হাফ পাস ভাড়া দিয়ে বাস থেকে নামার সময় আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর বাস জোরে টান দিয়ে চলে যান। আমি আহত হই ও মোবাইল ফোন রাস্তায় পড়ে ভেঙ্গে যায়।
গুরুতর আহত শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেন, আমাকে চলন্ত বাসে আটক করে কয়েক দফায় নির্যাতন করা হয়। আমার কিডনি বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয় ও আমার কাছে ২০ হাজার টাকা ও ফোন দাবি করে। বাস চালক ও হেল্পার আমাকে কয়েক দফা নির্যাতন করার পর রাস্তায় নামিয়ে দেয়। বাস থেকে নামানোর সময় আমাকে গাড়ী ভাড়া দিয়ে দেওয়া হয়। খাবার খাওয়ার আমন্ত্রণ করা হয়। শার্ট ছিড়ে যাওয়ায় হেল্পার তার নিজের গেন্জি পড়তে বলে।
এই ঘটনায় শিক্ষার্থীরা ভিক্টর ক্লাসিক পরিবহনের প্রায় ৩০ টি বাস আটক করে। ভিক্টর ক্লাসিক বাসের হেলপার-চালকদের নামে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ পাশ ভাড়া নিয়ে প্রায়শই দূরব্যবহার করার একাধিক অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টর ক্লাসিক পরিবহনের এক হেল্পার জানান, আমাদের পরিবহনের এক হেল্পারের হাতে কবি নজরুল সরকারি কলেজের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়। পরে তারা আমাদের পরিবহনের প্রায় ২৫ টির বেশি বাসের চাবি নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের কি দোষ বলেন? আমরা তো কোন শিক্ষার্থী উপর হামলা চালাই নাই। তবে যে বা যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের ধরে বিচার করেন। আমাদের ইনকাম বন্ধ কইরেন না।