মাহে রমজানে ৩৭ দিনের ছুটি পাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ PM

পবিত্র মাহে রমজানসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রায় ৩৭ দিনের ছুটি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে কলেজ অফিস ও বিভাগীয় অফিসসমূহ এবং পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।
এদিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এবং শনিবার (১ মার্চ) সরকারি ছুটি থাকায় আজ হতেই ছুটি কার্যকর হয়েছে। অন্যদিকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা থাকলেও শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। যার কারণে একটানা ৩৭ দিনের ছুটি পাচ্ছে সাত কলেজের অনার্স (২০-২১, ২১-২২, ২২-২৩, ২৩-২৪) সেশন এবং মাস্টার্স (২৩-২৪) শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ পর্যন্ত সাত কলেজের চলমান অনার্স, মাস্টার্স, মাস্টার্স প্রিলি ১ম পর্ব, ডিগ্রি বিভিন্ন বর্ষের মৌখিক, লিখিত, ব্যবহারিক, ল্যাব পরীক্ষা রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেইসাথে সরকারি ছুটির দিন ব্যতীত বিভাগীয় অফিসমূহ খোলা থাকবে।
ছুটি শেষে চলমান পরীক্ষাসমূহ আগামী ৯ এপ্রিল থেকে আবার যথাযথ রুটিন অনুযায়ী শুরু হবে। আগামী ৬ এপ্রিল থেকে সাত কলেজের (২০-২১, ২১-২২, ২২-২৩, ২৩-২৪) সেশন অনার্স এবং মাস্টার্স (২৩-২৪) সেশনের ক্লাস পুনরায় পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে।