ঢাকা কলেজ

খসে পড়ছে হলের পলেস্তারা, হেলমেট মাথায় ঘুমাচ্ছেন শিক্ষার্থী

খসে পড়া পলেস্তারা
খসে পড়া পলেস্তারা  © সংগৃহীত

ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের হলের ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা। এতে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় হলের ২০৮ নং কক্ষে পলেস্তারার কয়েকটি বড় খণ্ড বিছানার ওপর খসে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ শহীদ ফরহাদ হলের সবকয়টি কক্ষের অবস্থা নাজুক। হলের প্রতিটি কক্ষ থেকে উঠে গেটে রং, ছাদের পলেস্তার খসে পড়ে বেরিয়ে গেছে জং ধরা কংক্রিটের রড। কিছু কক্ষের দরজা ও জানালার বেহাল দশা ফলে কক্ষ থেকে চুরির ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ছাদ থেকে অনবরত খসে পড়ছে সুরকি ও চুনের স্তূপ। এর প্রেক্ষিতে পরিষ্কার করার স্বল্প সময়ের মধ্যে কক্ষে জমা হচ্ছে ময়লা আবর্জনা।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, হল সংস্কারের বিষয়ে দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। হল সংস্কারের জন্য প্রভোস্টের কাছে দাবি জানানো হলেও এই মুহূর্তে হল সংস্কার করা যাবে না বলে জানান শিক্ষার্থীরা।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া হলের ২০৮ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী সাজিদ বলেন, আমি টেবিলে পড়তে ছিলাম। হঠাৎ করে ওপর থেকে ৩-৪ কেজি ওজনের ছাদ ভেঙে আমার খাটে পড়ে। যদি রাত ১টার দিকে এটা ঘটতো তাহলে হয়ত এতক্ষণ আমার ঢাকা মেডিকেলে থাকা লাগত। এরকম অনেক সমস্যা আমাদের ফরহাদ হোসেন হলে প্রতিনিয়ত হচ্ছে। সামনে আরও বড় সমস্যা যে হবে না এর কোন নিশ্চয়তা নেই। আমরা আশা করি খুব তাড়াতাড়ি হল সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের প্রভোস্ট মুজাহিদুল ইসলাম বলেন, হল সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। বললাম আর হয়ে গেল এমন না। সংস্কার কাজ শুরু করতে ৪ মাসের মতো সময় লাগবে। তবে তাৎক্ষণিক সমাধানের জন্য এ বিষয়ে প্রিন্সিপাল এর সাথে কথা বলবো।


সর্বশেষ সংবাদ