ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩২ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ AM
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলন শেষে চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির পাশে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চেয়ারম্যান মো. নুরুল আমিন প্রকল্পের নামে ইউনিয়ন পরিষদের অর্থ লুটপাট করেছেন। এছাড়া তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করে চার শিক্ষার্থীসহ ১২ জনকে খুন করে সদর পৌরসভার সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। আলোচিত সেই হত্যাকাণ্ডে অর্থ এবং নেতাকর্মী দিয়ে সহযোগিতা করেছেন চেয়ারম্যান নুরুল আমিন
এসময় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম অন্তর, সদস্য সচিব মুশফিকুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ, শ্রমিক দল নেতা মো. রাজন, ছাত্রদল নেতা সুলতান ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, এবং যুবদল নেতা হাজী আলম পাটোয়ারী।
বক্তারা চেয়ারম্যানকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে বলেন, তার কর্মকাণ্ডে চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের স্বার্থহানি হয়েছে। তিনি ইউনিয়নের উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ করেছেন, যা অগ্রহণযোগ্য।
বক্তারা আরও জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভে স্থানীয় ছাত্র, যুবক, এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তারা অপসারণের দাবিতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।