বিএম কলেজে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু
- বিএম কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৭ PM

দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএম কলেজের অধ্যক্ষ ড. সেখ মো. তাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিন দিনব্যাপী এ মেলায় বিএম কলেজের ২২টি বিভাগ, সামাজিক সংগঠন বাঁধন, কোয়ান্টাম মেথড ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
মেলা চলবে ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে।
উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি বরিশালের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।