১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫০

ফের বিক্ষোভের ডাক তিতুমীরের শিক্ষার্থীদের

তিতুমীর কলেজ  © লোগো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ে গঠন করা মন্ত্রণালয়ের কমিটির কার্যকরী পদক্ষেপ না থাকায় ফের বিক্ষোভের ডাক দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ বুধবার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আশ্বাস ছাড়া কার্যকরী কোনো পদক্ষেপ নেই এখন পর্যন্ত , ছাত্র জনতার ত্যাগ ভুলে যেতে যাচ্ছে এ রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্তরা। এছাড়াও ফিজিবিলিটি টেস্টের নামে তালবাহানা নির্ধারিত তারিখ উল্লেখ না করে নোটিশ প্রদান প্রত্যাখ্যান করবে তিতুমীর সাধারণ শিক্ষার্থীরা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, আগামীকাল সকাল ১০ ঘটিকায় সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে অবস্থান নেবো আমরা। এবং স্পষ্ট বার্তা প্রদান করবো মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। 

রাষ্ট্র বিজ্ঞানের মাস্টার্সে শিক্ষার্থী আব্দুল হামিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয়ের আশ্বাস ছাড়া কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা আগামীকাল বৃহস্পতিবার আবারও কর্মসূচি গ্রহণ করেছি।