ইবি নতুন উপাচার্য ঢাবির ড. নকীব নসরুল্লাহ, কে এই অধ্যাপক?

অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো
অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪ তম উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। গতকাল ২৩ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর ঢাবির আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নকীব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর শিক্ষকতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট, ডিবেটিং সোসাইটি এবং রোটার‍্যাক্ট ক্লাবের মডারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 
তার কর্মজীবনে দেশ ও বিদেশে অর্জিত অ্যাকাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়।

আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আইন, মানবাধিকার ও উন্নয়ন ইস্যু, আন্তর্জাতিক অপরাধ আইন ও বিচার, মানবিক সহায়তা ও যুদ্ধের সুরক্ষা ভিকটিম, উদ্বাস্তু, অভিবাসী ও সংখ্যালঘু, জাতীয় ব্যবসায়িক আইন ও ইসলামিক আইন এবং সামাজিক অধ্যয়নসহ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর তার অ্যাকাডেমিক অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন।

আরও পড়ুন: কেমন উপাচার্য চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিনি ২০১০-২০১৩ ইন্টারন্যাশনাল ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ এক্সিলেন্স স্কলারশিপ, আইনে পিএইচডি করার জন্য ২০০৭-০৮ অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড (ALA) ম্যাককোয়ারিতে এমফিল ইন ‘ল’, উদ্বাস্তু আইনের জন্য ২০০৩ সিআরসি ফেলোশিপ, ২০০৬ সালে গ্রীষ্মকালীন সেশনের জন্য হেগ একাডেমিতে আন্তর্জাতিক আইন ফেলোশিপ পান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ আগস্ট তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ